পুলওয়ামা শহীদ স্মৃতিতে কালিয়াচকে ছাত্র সমাজের উদ্যোগে রক্তদান শিবির

সংবাদদাতা, কালিয়াচক : ওরা সকলেই ছাত্র। তাদের বাড়ি কালিয়াচকের বিভিন্ন গ্রামে। কেউ উচ্চমাধ্যমিক কেউ বা কলেজ পড়ুয়া বা সম্পন্ন করল। ২০/২৫ জন ছাত্র একসাথে মিলেমিশে গড়ে তুলেছে ছাত্র সমাজ। এই ছাত্র সমাজের উদ্যোগে স্বল্প ক্ষমতার মধ্যে ও বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সমাজে দিশা দেখাচ্ছে । সোমবার একদিকে ভালোবাসা দিবস ও এদিন পুলওয়ামায় শহীদ হন জওয়ানরা। শহীদদের স্মৃতি উদ্দেশ্যে শ্রদ্ধানিবেদন করে বার্তা কালিয়াচক। এদিন বীর ৪০ জন সেনা শহীদ হন । এদিন শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধানিবেদন করেন ছাত্র সমাজের সদস্য সহ উপস্থিত অতিথিগন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কালিয়াচক শহরে ব্যস্তময় জাতীয়সড়কে পাশে ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় । ছাত্র সমাজের পরিচালনায় এই রক্তদান শিবির চলে। উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক ইন্সপেক্টর শান্তিনাথ পাজা, কালিয়াচক থানার এসআই আনন্দময় সাহা কালিয়াচক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার। ট্রাফিক ইন্সপেক্টর শান্তিনাথ পাজা ছাত্রছাত্রীদের উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ দিনে রক্ত সংকট দূরীকরণে রক্তদানের পদক্ষেপ প্রশংসনীয়। পাশে দাঁড়ালে এরা উৎসাহ পাবে। ছাত্র সমাজ ছাড়াও বিভিন্ন সংগঠন যারা ভালো কাজ করবে পুলিশ পাশে আছে । মহতি বার্তা দেওয়া হল। এদিন ছাত্র সমাজের সমীর রহমান, আসাদুল সেখ, রঞ্জিত মন্ডল, ওবাইদুর রহমান সহ দশজন রক্তদান করেছে।এক শিক্ষিকা উষা সাহা রক্তদান করেন। বৈষ্ণবনগরের লক্ষীপুর পালগাছি ম্যানেজড প্রাথমিক স্কুলের শিক্ষিকা এই নিয়ে চারবার রক্তদান করলেন । শিক্ষিকা উষা সাহা বলেন, রক্তদানের মাধ্যমে আমি আনন্দ পাই কারণ কোন বিপদগ্রস্থ মানুষ এই রক্তে উপকৃত হতে পারেন আর রক্তদান মহৎদান বলে মনে করি। শিবিরে মোট ৩২ জন রক্তদান করেন। ছাত্র সংগঠনের তরফে সমীর রহমান বলেন, বিশেষ দিনে শহীদদের শ্রদ্ধানিবেদন করে রক্তদান শিবিরের মাধ্যমে শান্তি, সংহতি মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে সকলের জন্য আমরা এই বার্তা প্রদান করলাম।