|
---|
আজহারউদ্দিন : বিশ্ব জুড়ে করোনা ভাইরাস নিয়ে মানুষ যখন আতঙ্কিত তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন আরামবাগ শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক কুমার নন্দী, তিনি বলেন মানবতা হল আসল পরিচয়, এই কঠিন সময়ে আমাদের গৃহবন্দি থাকলে হবে না সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে, তিনি নিজে শরীরের রক্ষাকবচ হিসেবে আবৃত করে রোগী দেখছেন, প্রতেক রোগীর মুখে মাস্ক পড়া ও সানিটাইজারী দিয়ে হাত ধোয়া র কথা বলেন, এছাড়া ও আরামবাগ শহরের বিভিন্ন নার্সিংহোম রোগীর পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা হয।কারণ লকডাউন হওয়ার পর রোগীর পরিবারের অসুবিধার কথা ভেবেই আমাদের এই উদ্যোগ । উল্লেখ প্রয়াস নামে একটি চিকিৎসক সংগঠনের তিনি সম্পাদক, এর উদোগে শহরের বিভিন্ন জায়গায় স্যানিটারি, মাস্ক, বিতরণ করা হয়, তিনি সকলকেই সচেতন করেন লকডাউন মেনে চলার পরামর্শ দেন।