|
---|
নতুন গতি নিউজডেস্ক : করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়ালো মালদা জেলা পুলিশ। বৃহস্পতিবার ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকার আর্থিক অনুদান জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়। এদিন জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে পুলিশ সুপার অলোক রাজোরিয়া এই আর্থিক অনুদানের চেক তুলে দেন ।জেলা পুলিশের নিচু থেকে উচু তলার সমস্ত কর্মী, অফিসারেরা করোনা মোকাবিলায় নিজ নিজ সাধ্য মতো আর্থিক সহযোগিতা করেছেন। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলাশাসক রাজর্ষি মিত্র।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।