|
---|
সংবাদদাতা,নদীয়া : ১৯ সে সেপ্টেম্বর রবিবার নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত ম্যাচপোতার ধাবাড়িয়া প্যাকস লিমিটেড সভাক্ষে অনুষ্ঠিত হলো কাব্যকন্ঠ সাহিত্য পত্রিকার শারদ সংকলন দশম বর্ষ-দশম সংখ্যার অনুষ্ঠানিক প্রকাশ। এদিন দুপুর ১:১৫ মিনিটে কাব্যকন্ঠ সাহিত্য পত্রিকার সম্পদক দীন মহাম্মদের স্বাগত ভাষন এবং উদ্বোধন সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত সাহিত্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনসারুদ্দিন, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফারুক আলী শেখ, নীলাদ্রি শেখর সরকার, দেব নারায়ন মোদক, শ্যামাপ্রসাদ, জয়নাল আবেদীন, সবুজ বার্তা পত্রিকা সম্পাদক রহমতুল্লাহ, মোঃ ইসরাইল প্ৰমুখ। এদিন প্রায় ষাট জন কবি সাহিত্যিকের উজ্জ্বল উপস্থিতিতে কবিদের কবিতা পাঠ, সংগীত ও জারি শিল্পিদের গান ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সকল কবি সাহিত্যিকে মানপত্র ও মেডেল দিয়ে সম্মানীত করা হয়। বেলা ৫ টা নাগাদ অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে, সমগ্র অনুষ্ঠানটি সুচারুরপে সঞ্চলনায় ছিলেন ধর্মেন্দু বিশ্বাস।