|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৮ সেপ্টেম্বর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিয়ে বেস্ আন নূর মডেল স্কুল হরিপুর, বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হলো। কর্মশালার উদ্যোক্তা ম্যাকমিলান এডুকেশন ইন্ডিয়া লিমিটেড। আয়োজন এর দায়িত্বে ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশন। সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং আয়োজনে বেস আন নূর মডেল স্কুল ।
বদলে যাওয়া সময়ের শিক্ষার্থীদের আচার-আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমস্ত শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিগণ। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মূলস্রোতে কিভাবে ফিরিয়ে আনা যায় ? কি ভাবে চলবে শ্রেণি শিখন? সম্ভাব্য সমস্যা ও তার সমাধান নিয়ে বিভিন্ন রূপরেখা ও পরিকল্পনা তৈরি হলো ।
আর্থিক সংকটে আচ্ছন্ন বেসরকারী প্রতিষ্ঠানসমূহের জন্য কিভাবে সরকারের সাহায্য পাওয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন এন সি ইউ এস ও রাজ্য যুগ্ম-সম্পাদক দেবাশীষ দেব শর্মা। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ গীতা চক্রবর্তী ও সুমন গোস্বামী শিশু তরুণদের মানসিক সমস্যা ও মূলস্রোতে তাদের ফিরিয়ে আনার কৌশল বিষয়ে আলোচনা করেন ।চলমান ,এই সমস্যাকে কেন্দ্র করে, শিক্ষা পদ্ধতি ও বিদ্যালয় শিক্ষার আমুল পরিবর্তন এর মুখে। অধিকাংশ বেসরকারি বিদ্যালয় পরিচালকদের সমবেতভাবে এগিয়ে আসতে হবে পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য, জানালেন আয়োজক বিদ্যালয় সম্পাদক খাদিমুল ইসলাম। স্বাভাবিকভাবে অস্তিত্বের সংকট বেসরকারি শিক্ষা ব্যবস্থা একথা স্বীকার করলেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে আগত প্রতিটি ব্লকের বেসরকারি স্কুলের সংগঠনের কর্মকর্তাদের মধ্যে অজয় সরকার ,জয়নুল হক ,গোলাম কবির,সুদাম ঘোষ, মিজানুর রহমান ,দুলাল সরকার,অনুপ সরকার নুর আলম চৌধুরী, বাবলু সরকার ও শান্তনু দত্ত। গুন মান সম্পন্ন শিক্ষার জন্য, সময় উপযোগী শিক্ষার জন্য ইলেকট্রনিক্স মাধ্যম ও ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করাও জরুরি হয়ে পড়েছে বলে জানালেন মোকসেদ আলী, আব্দুর রাজ্জাক ও আইয়ুব আনসার। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক দের সমস্ত রকম প্রতিবন্ধকতাকে জয় করার জন্য এ আলোচনা এক নতুন পথনির্দেশিকা হয়ে থাকবে।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাসঙ্গিক করে গড়ে তুলতে বিশিষ্ট শিক্ষাবিদ অহিদুর রহমান, আতিউর রহমান প্রফেসর ছহির আলী ও ডক্টর এহতেশাম, সবুজ সূত্রধর, শামসুদ্দিন সরকার, শশাঙ্ক ঘোষ ও জয়নাল আবেদীন গোলাম রবিউল আলম, মাসুদ আলম শফিকুল মন্ডল সাহেবরা দৃঢ় প্রতিজ্ঞ।
উক্ত কর্মশালায় প্রাথমিক ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় ৭৫টি স্কুল এই সেমিনারে যোগদান করেছিল।
সবশেষে আশার কথা শোনালেন রাসনাউল আলম, তিনি জানালেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২৫ টি ইস্কুল যাদের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষক-কর্মচারীরা ইপিএফ এর আওতায় এসেছেন এবং তারা ইএসআইসি স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করছেন ।আগামী দিনে সরকারি এই সুবিধা সমস্ত স্কুল গুলোকে পাইয়ে দেওয়ার জন্য আজকের এই সভা থেকে আশা ব্যক্ত করা হলো। কর্মশালায় চমৎকার কবিতা আবৃতি করে সবাই কে চমকে দিয়েছে তামিম ইসলাম। সুমধুর কন্ঠে নিজে গান রচনা করে সুর দিয়ে তা পরিবেশন করেছেন শিল্পী আনোয়ার হোসেন।
বুনিয়াদ পুর, নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাক্যাডেমি।