|
---|
নতুন গতি, মালদা: দু:স্থ মানুষদের কথা ভেবে এবার জেলার মধ্যে কালিয়াচকে অভিনব প্রসাধনী সামগ্রীর শোরুমের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন ঘিরে উৎসাহ ছিল যথেষ্ট এবং খুশি কালিয়াচকবাসী। সততা, সুলভ মূল্যে ও ক্রেতাদের অভাব অভিযোগকে অনেকটা গুরুত্ব দিয়ে সামগ্রী বিক্রির সংকল্প নিয়েছেন কর্তৃপক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ন্যায্য মূল্যে ওষুধ বিক্রির উদ্যোগ নেন প্রথম। তেমনই সামগ্রী প্রতি ৪০ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে। এমনকী একটির সঙ্গে আরেকটি সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে। কালিয়াচকের থানা রোড এলাকায় কালিকাপুর কবিরাজপাড়ায় এই নিত্য প্রয়োজনীয় ও আধুনিক প্রসাধন সামগ্রী শোরুমের উদ্বোধন করেন জেলা সংখ্যা লঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিভিন্নভাবে এখন কালিয়াচক অনেকটা এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে ব্যবসা বানিজ্য- অনেক ক্ষেত্রেই কালিয়াচক জেলায় এখন প্রথম সারিতে রয়েছে। কালিয়াচক এলাকা জুড়ে ছোট-বড় নিয়ে প্রায় ১৫০০ দোকান রয়েছে। এদিনের উদ্বোধন নতুন সংযোজন বলা যেতে পারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুস সাদেক সরকার, নাসরিনা সরকার সহ অন্যান্য কর্মকর্তারা। শোরুমের কর্ধধার আবদুস সাদেক সরকার বলেন, ‘আমরা সততার সঙ্গে কাজ করতে চাই। আমাদের নিজস্ব কোম্পানির পাশাপাশি ১২ রকমের কোম্পানি যুক্ত রয়েছে। আমাদের উদ্দেশ্য সঠিক পরিষেবা পাই গ্রাহকরা। এখন অনেক সমৃদ্ধ কালিয়াচক।’ সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘এই শোরুম থেকে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে। এখন সেই গুণগত মানের পাশাপাশি সঠিক ও সততার সঙ্গে পরিষেবা চালিয়ে যেতে হবে। মানুষ পরিষেবা পেয়ে খুশি হলে আমরাও খুশি। আর কালিয়াচক অনেকটা এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে আশাপ্রকাশ করেন নজরুল ইসলাম।