কালিয়াচক- ২ বিডিও কে স্মারকলিপি প্রদান বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি।

নিজেস্ব প্রতিবেদক মোথাবাড়ি : সোমবার দুপুরে কালিয়াচক- 2 ব্লকের বিডিও কে একগুচ্ছ দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করল বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি। এদিন উপস্থিত সংগঠনের সম্পাদক নিতাই চন্দ্র মন্ডল, সভাপতি সামিজুদ্দিন আহমেদ, মোহাম্মদ আহমাদুল আলি, সেজাউল আহমেদ, জিয়াউর রহমান, ইশরাত জাহান, পিংকি দাস প্রমুখ কর্মকর্তা ও শতাধিক উপস্থিতিতে দাবি দাওয়া তুলে দেওয়া হয় । কর্মকর্তারা মিছিল ও স্লোগান দিয়ে বিডিও অফিস রোড, মোথাবাড়ি চৌরঙ্গী মোড় পরিক্রমা করে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন ব্লক আধিকারিক কে। মূল দাবি ছিল দীর্ঘদিন ধরে করোনা আবহে স্কুলগুলো এক সংকটের মধ্যে রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে পড়ছেন । স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলো খোলার ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘু স্কলারশিপ পুনরায় চালু, স্কুল না খোলা অবধি শিক্ষক শিক্ষিকাদের ন্যুনতম ভাতা প্রদান, বেসরকারি ছাত্র ছাত্রীদের পঞ্চম শ্রেনীতে ভর্তিতে কোন সমস্যা না হয় তা সুনিশ্চিতকরন, প্রত্যেকে এনওসি প্রদান সহ আট দফা দাবি জানানো হয়। বিডিও সঞ্জয় ঘিসিং জানিয়েছেন দাবি-দাওয়া জানিয়েছেন বেসরকারী বিদ্যালয়গুলি। আমরা সবকিছু আন্তরিকভাবে খতিয়ে দেখি ।করোনা আবহে স্কুল বন্ধ রয়েছে। স্কুল খোলার বিষয়টি সরকারের বিষয়। তাদের দাবি দাওয়া গুলি দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি । সরকারী নিয়ম মেনে যতটা সম্ভব বেসরকারি বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন বিডিও ।