আদিবাসী গ্রামে শিক্ষা ও সংস্কৃতির সম্প্রসারণ করার বিশেষ প্রয়াস কান্দি থানার

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : দিনের পর দিন নিম্ন শ্রেণীর মানুষ, দলিত আদিবাসীদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তার পর তাদের সমাজে শিক্ষা ব্যবস্থা সেই রকম প্রচলিত না থাকায় তাঁরা নিজের যাবতীয় সমস্যা প্রশাসনের কাছে বলতে পারেনা এই জন্য মুর্শিদাবাদের একটি আদিবাসী গ্রামে এই সমস্ত বিষয় নিয়ে অনুষ্ঠান করলো কান্দি থানার পুলিশ।

    শনিবার কান্দি থানার আইসি অরূপ কুমার রয় এর উদ্যোগে কান্দি থানার অন্তর্গত মহালনধির চরতডাঙ্গা আদিবাসী গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থা করেন। অনুষ্ঠানে গ্রামের পুরুষ মহিলারা প্রশাসনের সামনে নিত্য করে দেখান। মূলত করোনা ভাইরাসের সতর্কতা ও শিক্ষানীয় বিষয় নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসনের তরফে সবাইকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত আইসি অরূপ কুমার রয় বলেন – থানা থেকে যেই গ্রাম গুলো অনেক দূরে, তারা তাদের যাবতীয় সমস্যা থানায় গিয়ে বলতে পারছে না, তাছাড়া অনেক কথা সরাসরি থানায় গিয়ে বলাও সম্ভব হয়না তার কারণেই আমরা এই সমস্ত এলাকায় গিয়ে জানার চেষ্টা করছি তাদের সমস্যা গুলো। তাছাড়া এই সমস্ত গ্রামে শিক্ষার প্রভাব কম, বাল্য বিবাহের মাত্রা বেশি এই রকম যাবতীয় বিষয়ের নিয়ে সতর্ক করার জন্য আমার এই গ্রাম্য গুলো পরিদর্শন করছি।