|
---|
নিজস্ব সংবাদদাতা – একদিকে করোনা অন্যদিকে রমজান মাস তাই বিভিন্ন ব্লাড ব্যাংক এ রক্তের শূন্যতা দেখা দিয়েছে। আর এই মুহূর্তেই মানুষকে পরিষেবা দিয়ে চলেছে বাংলা সংস্কৃতি মঞ্চের সহযোদ্ধারা। বীরভূম জেলা জুড়ে এখন মানুষের ভরসা তারাই। মেডিকেল পরিষেবা হোক , রক্তের পরিষেবা বা অক্সিজেন সিলিন্ডার যেকোন বিপদে আপদে সবার আগে তাদের উপস্থিতি। আজকে পাইকর থানার দাতুরা গ্রামের খাদিজা কুবরা নামের এক মহিলার রামপুরহাট হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি ছিল। রক্তক্ষরণের ফলে জরুরী ভিত্তিতে তার রক্তের প্রয়োজন হয় পরিবারের লোক সাতপাঁচ না ভেবেই বাংলা সংস্কৃতি মঞ্চের হেল্পলাইনে ফোন করে অবশেষ এক ফোনেই সমস্যার সমাধান। রোগীর পরিবার এর পক্ষ থেকে শাহাবাজ হোসেন জানান বাংলা সংস্কৃতি মঞ্চের দাদারা আমাকে 30 মিনিট অপেক্ষা করতে বলে তারপর আমার হোয়াটসঅ্যাপের একটি নাম্বার দিয়ে বলেন ডোনার যাচ্ছে রক্ত দিতে রামপুরহাট হাসপাতালে, এত দ্রুত ডোনার ব্যবস্থা হয়ে যাওয়াতে আমি অবাক হয়ে যাই। চিরঞ্জিত সেনগুপ্ত নামে একজন দাদা এসে রক্ত দিয়ে আমাদের পাশে দাঁড়ান।
বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সম্পাদক মোঃ রিপন জানান মানুষ এখন বিভ্রান্ত আর মানুষকে পথ দেখানো আমাদের কর্তব্য। বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা বিভিন্ন জেলাতে বিভিন্ন ইউনিটে তাদের সাধ্যমতো কাজ করে চলেছে। আমরাও হেল্পলাইন সেন্টার খুলেছি সেখানে মানুষকে পরিসেবা দিচ্ছি। প্রয়োজনে মানুষের পাশে আছি আমরা।