ফারহা ডিজিটাল সপ্ উদ্বোধন করলেন ডিআইজি অ্যাডভাইজারি এইচআরবিসি জাহিদুর রহমান

নিজস্ব সংবাদদাতা : ১৬ অক্টোবর,শুক্রবার, হুগলি জেলার খানাকুল থানা ঘোষপুর রামপ্রসাদের উদ্বোধন হয়ে গেল। ফারহা ডিজিটাল সপ্ উদ্বোধন করলেন ডিআইজি অ্যাডভাইজারি এইচআরবিসি জাহিদুর রহমান। ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষা কর্মী মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট শিল্পপতি শেখ জাহির উদ্দিন প্রোপাইটারনাবাবিয়া, মিশনে সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবার ও শেখ মনির উদ্দিন, পঞ্চায়েত প্রধান শেখ হায়দার আলী, অধ্যাপক আব্দুস সবুর মোহাম্মদ ইসমাইল, সৈয়দ আলী রেজা রামপ্রসাদ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চনবাবু  এ ছাড়াও বহু সমাজসেবী এদিন উদ্বোধন কে ঘিরে ছিলেন । এলাকায় খুশির জোয়ার। সকলের মুখে একই কথা কলকাতা ও আরামবাগ আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই। সমস্ত কোম্পানির ব্র্যান্ডেড মাল ন্যায্যমূল্যে আমরা এই ফারহা ডিজিটাল শপে পেয়ে যাব এদিন প্রথম মোবাইলটি নেন শেখ জাহির উদ্দিন স্যামসাং নোট টুয়েন্টি, তিনি বলেন আমি জীবনে বহু মোবাইল কিনেছি এখানে পেলাম এবার আগামীতে পাব কলকাতার থেকেও আমি কম দামে পেলাম উদ্বোধনের দিন। রাত্রি বারোটা পর্যন্ত মানুষের কেনাকাটার ছিল উৎসাহ। ফারহার ডিজিটাল শপ এর কর্ণধার নাবাবিয়া মিশনে সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবার বলেন , মিশনারি শিক্ষা আন্দোলনে নাবাবিয়া মিশনে একটা স্থান অর্জন করেছে যার স্টুডেন্ট রাজ্য দেশ তথা দেশের বাইরে নাবাবিয়া মিশনে একটি ব্র্যান্ড তৈরি হয়েছে। এ ধরনের ব্যবসা প্রথম ,কিন্তু এর আগে অনেকের সঙ্গে যুক্ত আমাদের পৈতৃক বিজনেস রুটি বিস্কুট তৈরির কারখানা। এছাড়াও আমাদের আরেকটি ছোট খানাকুল রামনগরে আছে , ও   ইন্টেরিয়ার এডিটিংয়ের কাজ আমরা সমস্ত কিছু করি প্রত্যেকটি আমাদের পার্টনারশিপে। আমাদের পার্টনারশিপ ডিড তার সাথে সাথে আমাদের নিজস্ব রেজুলেশন আছে। যে ব্যবসায় যা উপার্জন হবে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে নেট প্রফিট এর চার ভাগের এক ভাগ অর্থ আমরা সমাজের জন্য কাজ করব। আল্লাহ পাক যেন করার তৌফিক দেন এতে আল্লাহপাক আমাদের প্রত্যেকটা ব্যবসায় বরকত দান করছেন আমরা হাদিস কোরান মোতাবেক ব্যবসা করব। ২ নম্বর হবে না । সম্পূর্ণ সততার সঙ্গে ব্যবসা করবো এই উদ্বোধন শুভানুধ্যায়ী সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একই ছাদের তলায় ইলেকট্রনিক্সের যেমন সমস্ত জিনিস পাবে, যেমন – এসি,ফ্রিজ , মাইক্রোওভেন, গিজার , ওয়াশিং মেশিন, বিভিন্ন কোম্পানির মোবাইল, তার সাথে সাথে ফার্নিচার এর সমস্ত আইটেম পাওয়া যাবে। এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন – কামরুজ্জামান শফিক মুন্সি, মুজিবুর রহমান শেখ, শাহাবুদ্দিন শেখ,  সাইফুদ্দিন,  সেলিম মন্ডল,  আকিব শেখ , জামাল শেখ,  জাহির ইকবাল ,সাইদুল হাসান।