|
---|
আজহার উদ্দিন : করোনা পরিস্থিতিতে হাসপাতালে রক্তের সংকট দেখা দেয় তা নিরসনের জন্য এগিয়ে এলেন খানাকুল ১নং পঞ্চায়েত সমিতি।এদিন রক্তদান কর্মসূচির আয়োজনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী,প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, বি ডিও শান্তনু চক্রবর্তী, খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা,পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, সংখ্যালঘু সেলের সভাপতি মাসুদ রহমান চৈধুরী,সহ অন্যান্য নেতৃবৃন্দ।সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে রক্তদান শিবিরে র গুরুত্ব তুলে ধরেন,পঞ্চায়েতগুলো রক্তদান শিবির করার কথা বলে ন নেতৃত্বরা। সামাজিক দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির করা হয়।এদিন মোট ১০০ জন রক্তদান করেন পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন সকলেই সরকারি সুযোগ সুবিধা পরিষেবা পাবে কারন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সাথে সর্বদা আছেন। উপস্থিত অতিথিরা করোনা আবহের মধ্যে খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক রাঙার উদোগে রক্তদান কর্মসূচির আয়োজন করার জন্য সকলেই সাধুবাদ জানান।