|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িতে নেতাজী উচ্চ বালিকা বিদ্যালয়ে খুটি পূজোর উদ্বোধন হল আজ।আজ সকালে পূজোর উদ্যক্তাদের সাথে খুটি পূজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং যুব তৃণমূল নেতা মদন ভট্টাচার্য এবং দার্জিলিং জেলা টাউন মহিলা সম্পাদক সহ আরও তৃণমূল নেতৃত্ব এবং পূজোর উদ্যক্তারা। এদিন প্রথমে বাশ পুতে খুটি পূজোর উদ্যোগ নেন পূজোর উদ্যক্তারা।এর পরে পূজো আরম্ভ করে দেওয়া হয়। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমাদের শিলিগুড়িতে এবারে সব পূজোই বড় করে করা হচ্ছে।এবারে আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা সবাই যেন সুস্থভাবে সবার সাথে পূজো দেখতে পারে। কারন গত দুবছর মানুষ কোভিডের কারনে পূজো দেখা তো দুরের কথা বাড়ি থেকেই বের হতে পারেন নি।এবারে মানুষ নিজের খুশীমত ঠাকুর দেখতে বের হবেন। আমরা বাঙালিরা দূর্গা পূজোকে ঘিরেই সারাটা বছর ধরে অপেক্ষায় থাকি।এবারে আমাদের একটাই প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে এবং ভালোভাবে ঠাকুর দেখতে পারে।