|
---|
নিজস্ব প্রতিবেদক,, পূর্ব মেদিনীপুর:মেছেদার গুরুলিয়া মিতালী সংঘ’ র মাঠে অনুষ্ঠিত হলো সি এ বি পরিচালিত অনুর্ধ ১৫ বছর ১৯ নম্বর গ্রুপের লীগ কাম নক আউট পর্যায়ের শেষ ম্যাচ।
এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কোলাঘাট ক্রিকেট ক্লাব ‘৮০’ ও রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন। যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে এইরকম পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কোলাঘাট ক্রিকেট ক্লাব ‘৮০’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্যায়ে খেলার ছাড়পত্র পায়।
টস জিতে প্রথমে রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে তারা ৩৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। ব্যাটসম্যান সত্যজিৎ ৪২ বলে ৪৫ রান ও অর্কপ্রভ ৬৪ বলে ৩০ রান তোলে। এছাড়া কোলাঘাট ক্রিকেট ক্লাব ‘৮০’ র পক্ষে সাগ্নিক বল হাতে ৯ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট ও স্বর্নাভ ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়।
জবাবে কোলাঘাট ক্রিকেট ক্লাব ‘৮০’ ব্যাট করতে নেমে ৩৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়। দলের হয়ে উল্লেখ্যযোগ্য রান করেন ব্যাটসম্যান বুধুরাম ৪৭ বলে ৩৫ রান ও সাগ্নিক ২০ বলে ২৩ রান। মোট ৪২ টি গ্রুপ থেকে ৪২টি চ্যাম্পিয়ন দলকে নিয়ে নক আউট পর্যায়ের খেলা আর কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য কোলাঘাট টীমের সিংহভাগ ক্রিকেটার কোলাঘাটের কোলা ইউনিয়ন হাইস্কুলের ছাত্র। শিক্ষার্থীদের এই সাফল্যে ক্লাব কর্তৃপক্ষ যেমন খুশি তেমনি খুশি স্কুল কর্তৃপক্ষ।