|
---|
কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি অনিরুদ্ধ রায়
নতুন গতি ওয়েব ডেস্ক:
দেশজুড়ে লকডাউন এর মধ্যেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি অনিরুদ্ধ রায়। এর ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতি সংখ্যা বেড়ে হলো ৪০ জন। কয়েকদিন আগে কেন্দ্রীয় আইনমন্ত্রক তাকে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ তাকে শপথবাক্য পাঠ করান। তবে করোনা আতঙ্ক এবং লকডাউন এর জেরে এদিন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আইনজীবী, আদালতের কর্মী এবং মামলাকারী বা সাধারণ মানুষের ভিড় ছিলনা আদালতে। তাঁর শপথ অনুষ্ঠানে ছিলেন হাইকোর্টের অন্যান্য বিচারপতি এবং হাতেগোনা কয়েকজন আইনজীবী। অনেকেই মাস্ক পরে উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিচারপতি অনিরুদ্ধ রায় দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। রিট মামলা, কোম্পানি বিষয়ক মামলা থেকে শুরু করে সব ধরনের মামলায় তিনি লড়েছেন। দীর্ঘ দিন ধরে তিনি কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির সদস্যও ছিলেন।