কাজী ফাউন্ডেশন মানুষের পাশে।

সংবাদদাতা : হুগলির খানাকুলের চালদাপুর এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা র উদ্যোগে সমাজের মধ্যবিত্ত পরিবারের পাশে পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি কীরমান আলী, সম্পাদক কাজী মহ,সেলিম ও সমাজসেবী কাজী আসিফ ইকবাল সহ বিশিষ্ট জন,এবং এই ফাউন্ডেশনের তরফ হতে এলাকার তাঁতিশালের হিন্দু সম্প্রদায়ের আশি শতাংশ প্রতিবন্ধী মেধাবী ছাত্রী কঙ্কাবতী মালিকের পাশে আর্থিক সাহায্য প্রদান করা হয়, এখন বর্তমানে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের আইন বিভাগ নিয়ে পড়াশুনা করছেন। বাবা মারা গেছেন, অভাব অনটনের মধ্যে পড়া শুনা করে যাচ্ছেন, ফাউন্ডেশন তাঁর পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান কর্ম কর্তারা। এর পাশাপাশি খানাকুলের রাধাবল্লভ পুরে শাশ্বত সুচেতনা পাঠাগারের উদোগে দুঃস্থ মানুষের মধ্যে চাল আলু ডাল স সয়াবিন তেল ও রমযানে ইফতার সামগ্রী বিতরণ করা হয় তিনশো জন মানুষকে ইফতার খাদ্য দ্রব্য তুলে দেন শাশ্বত সুচেতনা পাঠাগারের সম্পাদক নাজিমুদ্দিন হাজারী ও,সদস্যবৃন্দ।উল্লেখ এই পাঠাগারের উদোগে সারা বছরই সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন, পাঠাগারের ঐই উদোগকে সকলেই সাধুবাদ জানান ।