|
---|
সাইফুদ্দিন মালিক, নতুন গতি : কলকাতার মেয়র নির্বাচনে নতুন চমক সৃস্টি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিভন্ন কারনে মেয়র শোভন চ্যাটার্জী পদত্যাগ করেন গতকাল। কলকাতার পরবর্তী মেয়ের কে হবে বা কাকে করা হচ্ছে রাজনৈতিক মহলে বড়ো আলোচ্য বিষয় ! ২৪ ঘন্টার মধ্যেই সমস্ত জল্পনার অবশান ঘটিয়ে কলকাতার মেয়ের নাম ঘোষিত করলেন তৃনমূল দল। পুর ও নগরোউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার মেয়র হচ্ছেন। মেয়র হওয়ার লিস্টে সুব্রত মুখার্জীও ছিলেন।
স্বাধীনতা পর এই প্রথম মহানাগরিক হিসেবে সংখ্যালঘু মুখও পাচ্ছে কলকাতা। প্রাক স্বাধীনতা পর্যায়ে আবুল কাসেম ফজলুল হক (১৯৩৫-৩৬), আব্দুর রহমান সিদ্দিকি (১৯৪০-১৯৪১), সইদ বদরুজ্জা (১৯৪৩-৪৪), সইদ মহম্মদ উসমানের (১৯৪৬-৪৭) মতো সংখ্যালঘু নেতারা মেয়র হলেও স্বাধীনতার এই পর এই প্রথম সংখ্যালঘু কোনও নেতা কলকাতার মেয়র হচ্ছেন।
শোভনের সঙ্গেই ডেপুটি মেয়রের পদ থেকে সরছেন ইকবাল আহমেদ। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা ডেপুটি মেয়রের মতো পদে কাজ করার জন্য সহায়ক নয় বলেই সরছেন তিনি। তাঁর পরিবর্তে কলকাতা মিউনিসপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ।