|
---|
আজিম শেখ,নতুন গতি,নলহাটি : সমস্ত শিক্ষক দের কে সম্মান জানাতে আজকের দিনে এক অভিনব ভাবে পালন করা হলো শিক্ষক দিবস ।
সারাদিন নলহাটির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে গুরুত্বপূর্ণ জায়গায় শুধু ফলের গাছ লাগানো হলো ।
উদ্দোগ্যে ছিল কাঁটাগোরিয়া কাজিনজরুল ইসলাম এডুকেশনাল ও গ্রামোন্নয়ন সমিতির সহ সভাপতি মীর মনি এবং গ্রীন আর্মির সভাপতি দেবকুমার মাল ও অন্যান্যরা ।
মীর মমিরুদ্দিন এর বক্তব্য
তিনি বলেন যে বর্তমান সময়ে পরিবেশের দিকে লক্ষ্য করে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে কারণ আমরা প্রয়জনে থেকেও বেশি গাছ কেটে ফেলি তাই আমাদের প্রত্যেকের উচিত বৃক্ষ রোপন করা ।
আজ আমাদের কাঁটাগোরিয়া কাজিনজরুল ইসলাম এডুকেশনাল ও গ্রামোন্নয়ন সমিতির সহ সভাপতি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন আমাদের প্রত্যেককেই এগিয়ে আসা দরকার ।