সুরক্ষা সীমান্ত বাহিনীদের স্বাস্থ্য ফিট রাখতে ম্যারাথন দৌড় কৃষ্ণনগরে

সুরক্ষা সীমান্ত বাহিনীদের স্বাস্থ্য ফিট রাখতে ম্যারাথন দৌড় কৃষ্ণনগরে

     

    নতুন গতি প্রতিবেদক : সুরক্ষা সীমান্ত বলের কর্মীদের স্বাস্থ্য ফিট রাখতে ম্যারাথন দৌড়। শুক্রবার কৃষ্ণনগরে দেশ রক্ষায় সীমান্ত সুরক্ষা বলের কর্মীদের স্বাস্থ্য ফিট রাখতে ও মহামারী মোকাবিলার জন্য দেশব্যাপী চলেছে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান। এ উপলক্ষে দক্ষিণবঙ্গ সীমান্ত সুরক্ষা বলের কৃষ্ণনগর রেঞ্জের পক্ষ থেকে আজ শিমুলতলা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৫ কিলোমিটার সম্ভুনগর পর্যন্ত এ রান অনুষ্ঠিত হয়।

     

    ম্যারাথন দৌড়ে বিএসএফের ১৩৫ জন জন অফিসার কর্মী অংশ নেয় ।বিএসএফের ডিআইজি পি কে আনন্দ সাংবাদিকদের বলেন করোনা মহামারি থেকে বিএস এফ জওয়ানদের সুস্থ রাখতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী ১৫ আগষ্ট থেকে ২রা অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।