|
---|
মথুরাপুর:নুরউদ্দিন: কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী সুমনা হালদার ৯০% অর্থাৎ ৬৪৭ নম্বর পেয়ে কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল থেকে প্রথম হয়েছেন, তাকে মিষ্টি এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানায় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি মহাশয়, সুমনার বাড়ি কৃষ্ণচন্দ্রপুরের সীতলা রোডে, সুমনার বাবা সুভাষ হালদার তিনি পেশায় বাতাসা কাটেন, তাদের তিন ভাই বোনের দ্বিতীয় সন্তান সুমনা। তার প্রাপ্ত নম্বর বাংলাতে ৯১ ইংরেজিতে ৮৫ অংকে ৮৭ ভৌত বিজ্ঞানের ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯০, ভূগোলে ৯৯ নম্বর পেয়ে কৃষ্ণচন্দ্রপুরের হাই স্কুল থেকে প্রথম হয়েছে সুমনা, সুমনা কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই, ভবিষ্যতের দিকে তাকিয়ে সুমনা ডাক্তার হতে চায়, অন্যদিকে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি তিনি বলেন বিদ্যালয়ের তরফ থেকে যথাসাধ্য তার পাশে থাকার চেষ্টা করা হচ্ছে এবং আগামী দিনে আরো ভালোভাবে ফলাফল করতে পারে তাকে সেই ভাবে তার বাড়ির এবং স্কুলের তরফ থেকে সুন্দর ভাবে গাইড লাইনের ব্যবস্থা করা হচ্ছে।