|
---|
সেখ আব্দুল আজিম : হুগলি চন্ডীতলা আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা নবাবপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিকেল পাঁচটা নাগাদ। কল্যান বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি, সি পিএম, আই এস এফ এবং কংগ্রেসকে তুলোধোনা করলেন। আজকের এই এই জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্ডীতলার বিধায়ক স্বাতি খন্দকার এছাড়া হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি প্রমুখ। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের অন্যান্য সদস্য সদস্যা এছাড়া চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মদক্ষ গণ এবং কুমির মোড়া, ভগবতীপুর নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যা বৃন্দ ।এই দিন এই জনসভায় মহিলাদের আগমন লক্ষণীয় পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমর্থকদের আগ্রহ নজর কাড়ে এলাকাবাসীর। প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনের টিএমসি দলের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল রহমান নস্কর সমগ্র অনুষ্ঠান সুচারু ভাবে পরিচালনা করেন।