কৃষ্টিগত সাময়িকী ‘অনুভূতির কথায়’প্রকাশিত

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলার ন‌ওদা থানা এলাকার প্রান্তিক গ্রাম ঝাউবোনা থেকে প্রকাশিত বাৎসরিক মুদ্রিত কৃষ্টিগত সাময়িকী ‘অনুভূতির কথায়’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল তাদের ৩য় বর্ষের সংখ্যা। দফায় দফায় কোভিড বিধি সময় বাড়াচ্ছে রাজ্য সরকার। ৫০ জন নিয়ে বিবাহ অনুষ্ঠনের অনুমতি থাকলেও অনুমতি ছিল না ধর্ম ও সামাজিক অনুষ্ঠানগুলিতে। ১ জুলাই আবার‌ও বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। তবে এবার শর্ত মেনে বাস, অটো চলাচলে ছাড়-সহ ২০ জন নিয়ে সামাজিক অনুষ্ঠানে ছাড়া বা অনুমতি মিলেছে বিধিতে। আর তখনি গত রবিবার, ৪ঠা জুলাই সরকারি বিধি মেনেই লাইডস্পিকার ছাড়া আনুষ্ঠানিকভাবে পত্রিকা প্রকাশ করল ‘অনুভূতির কথায়’। এই সংখ্যা প্রকাশে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট গল্পকার মুহাম্মদ জিকরাউল হক, সভাপতি কবি হাবিবা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আহাসান আলী সাহিত্য চর্চা কেন্দ্রের সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ। সঞ্চালনা করেন আকাশবানী মুর্শিদাবাদ কেন্দ্রের শ্রুতি অনুষ্ঠানের সঞ্চালক তথা তরুণ বিশিষ্ট গল্পকার সৌরভ হোসেন।

    উদ্বোধনী সংগীতের পরেই মুর্শিদাবাদ জেলার সদ্য প্রয়াত সাহিত্য সংগ্রামীদের স্মরণে ও বিদেয়ি আত্মার শান্তি কামনায় এক মিনিটের নীরবতা পালন করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সাহিত্য পত্রিকা ‘আবার এসেছি ফিরে’র সম্পাদক এবাদুল হক, গত মাসে ‘দ্বাদশাঞ্জলী’র সম্পাদক পাঁচগ্রামের নুরুল ইসলাম, ‘অন্য শাব্দিক’ পত্রিকার সম্পাদক ও ‘নতুন গতি’র সংবাদকর্মী রঘুনাথগজ্ঞের নূরুল আমিন বিশ্বাস এবং ১ জুলাইয়ে হারিয়েছি সমাজসেবক এ আর খানকে।

    ‘অনুভূতির কথায়’-এর সম্পাদক হামিম হোসেন মণ্ডল সাময়িকীটির উৎপত্তি, ভাবনা ও পথচলা নিয়ে সম্পাদকীয় বক্তব্য রাখেন। বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি সমর্থিত এই সময়িকীটির সংখ্যা প্রকাশের পর সাময়িকীর পক্ষ থেকে গল্পকার হিসাবে সম্মাননা জ্ঞাপন করা হয় ও ‘অনুভূতির নির্যাস’ পুরস্কার প্রদান করা হয় তরুণ চিকিৎসক ভগবানগোলার আবু তাহেরকে। কোভিড বিধি থাকায় জেলার মধ্যে থেকে সাময়িকীটিতে কলমধারীদের মধ্যে থেকে তাহের সাহেবকে দিয়েই এই সম্মাননা ও পুরস্কারের রেওয়াজ শুরু করা হল বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার হামিম হোসেন মণ্ডল। অতিথির বক্তব্যের পরেই প্রকাশ ক’রা হয় আরেকটি সাহিত্য পত্রিকার ‘ইদ সংখ্যা’। পত্রিকাটির নাম ‘পাস‌ওয়ার্ড’, সম্পাদক মুহাম্মদ জিকরাউল হক। স্বরচিত কবিতা পাঠ, সাহ্‌নাওয়াজ বিশ্বাসের স্বরচিত গল্প পাঠ, সংগীত শিক্ষক আমেদ আলী ও তাঁর ছাত্র-ছাত্রীদের সংগীত পরিবেশনে সম্পূর্ণ হয় অনুষ্ঠানটি। আহ্বায়ক আমেদ আলী বলেন, ‘কোভিড বিধিতে ভুলতেই বসেছিলাম পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। এই সংকটকালীন পরিস্থিতিতে ‘অনুভূতির কথায়’ পত্রিকা প্রকাশ গৌরবান্বিত করেছে। আমরা পাশে আছি।’ অন্যতম সাহিত্য সংগঠক সৈয়দ শীষমহাম্মদ জানান, ‘অনেক বিশিষ্ট কবি সাহিত্যিকের লেখা আমি ‘অনুভূতির কথায়’ পেয়েছি। এখন দুইবাংলা ছাড়াও বিশ্বের প্রবাসী বাঙালিদের কাছেও স্যোশান মিডিয়ার মাধ্যমে এটি একটি সুপরিচিত নাম, দুই বাংলায় সমান জনপ্রিয়তা রয়েছে।