শিবের জলাভিষেক অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম কুলতলিতে

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে ধর্মীয় নিয়ম-নীতি মেনে হিন্দু ধর্মাবলীরা গঙ্গার জল নিয়ে শিবের মাথায় ঢালার যে এক পুরা কাল ধরে চলে আসা এমনই প্রথা। শ্রাবণ মাসের শেষ সোমবারে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির কৈখালীর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম ঘাট থেকে গঙ্গার জল নিয়ে জালাবেড়িয়া রামেশ্বর শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের ন্যায় এ বছরে এমনই অনুষ্ঠানে বহু দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন তাদের মনষ্কামনা পূরণ করতে এই জলা বিষয়ক অনুষ্ঠানে। দেখা গেল এক পিতা বাঁকে করে তার শিশুটিকে দীর্ঘ ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে কুলতলী রামকৃষ্ণ আশ্রম গঙ্গার ঘাট থেকে জল তুলে পুত্র সন্তান মাকে নিয়ে রামেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার মনস্কামনা ছিল বাবার মাথায় সন্তানকে নিয়ে জল ঢালবেন, যত কষ্ট হোক না কেন তার এই কামনা পূরণে লক্ষ্য । আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও বারুইপুর আইসি কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক সহ প্রশাসনিক এক ঝাঁক আধিকারিক।