|
---|
নতুনগতি প্রতিবেদন,মালদা:০২ নভেম্বর
শুভেন্দু দলে থাকলেও তৃণমূলের ভাঙন দেখা দিয়েছে মালদহের চাঁচলে।মঙ্গলবার রাতে চাঁচল ২ নং ব্লকের ভাকরি অঞ্চলের গোরকপুরে কর্মীসভার আয়োজন করে হায়দ্রাবাদি দল এআইএমআইএম।
ওই কর্মীসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে ৫০ টি পরিবার এইআইএমআইএম দলে যোগ দিয়েছেন।এমনটাই দাবী করেছেন পশ্চিমবঙ্গের এইআইএমআইএম রাজ্য কনভেনার মতিউর রহমান। তৃণমূলের ছেড়ে এআইএমআইএমে যোগদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবী করেছেন মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন।