|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং এ ওয়াক আউট বাম কাউন্সিলারদের। আজ বোর্ড মিটিং এ তৃণমূল কাউন্সিলারদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন বাম কাউন্সিলারেরা। তার জোরেই তারা একসাথে বেরিয়ে যান বোর্ড মিটিং থেকে।
এদিন ১৯ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা একটি প্রস্তাব আনেন। তিনি আশাকর্মীদের মাতৃত্বকালীন ছুটির দাবিতে প্রস্তাব এনেছিলেন। যদিও সেটি রাজ্য সরকারের সিদ্ধান্তের মধ্যে পড়ে। যেকারণে এর মধ্যে পুরসভার কোনও ভূমিকা নেই বলেই জানান চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ও মেয়র গৌতম দেব। সেই প্রস্তাব এদিন গৃহীত হয়নি।
এরপরই সিপিএম কাউন্সিলররা পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। বোর্ড মিটিংয়ের মাঝেই সিপিএম কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল কাউন্সিলরদের বিবাদ হয়। বোর্ড মিটিং ওয়াকআউট করে বেরিয়ে যান সিপিএম কাউন্সিলররা। অন্যদিকে বুধবার বোর্ড মিটিংয়ে শহরে অবৈধ নির্মাণ, পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান প্রতিটি বোর্ড মিটিং এ ঝামেলা করা বিরোধীদের অভ্যাস হয়ে গেছে। বিরোধীতা প্রয়োজন তবে অপ্রয়োজনীয় বিরোধীতার কোন দরকার থাকে না।
শিলিগুড়ি থেকে কুশল দাশগুপ্ত।