বিধায়ক এখন মানুষের দরজায় শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে

নিজস্ব সংবাদদাতা : বিধায়ক বর্ষার মাঝেই মানুষের কাছে দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন। কার কি অসুবিধা এবং কি সমস্যা সেটা জানতে চাইছেন। আজ শিলিগুড়ির 18নং ওয়ার্ডের মানুষের কাছে পৌছে গেলেন বিধায়ক নিজেই। একেবারে সোজা রান্না ঘরে। গিয়ে জিঞ্জাসা করলেন কার আজকে কি রান্না হয়েছে। কি কি আছে পাতে। এক বাড়িতে এক বাসিন্দা বিধায়ককে গরম গরম ডাল ভাত এবং মাছভাজা খেতে দিলেন। বিধায়ক দিব্যি চেটেপুটে খেয়ে চলে গেলেন। এইভাবেই আমি মানুষের পাশে থাকতে চাই,জানালেন বিধায়ক। জানালেন যে বাড়িতে তিনি ভাত খেলেন ওই বাড়ির সবাই তৃণমূলের সমর্থক।বিধায়ক জানালেন আমি ওইসব মাথায় রাখিই না। সবার আগে মানুষ,তারপরে রাজনীতি। ওদের সমস্যা হলে ওদের পাশে আমি থাকব।কারন আমি একজন বিধায়ক। আমার একটাই লক্ষ মানুষের পাশে থেকে মানুষের সেবা করা। শিলিগুড়ির সবমিলিয়ে 47টি ওয়ার্ড আছে।আমি চাইছি সব ওয়ার্ডেই যেতে।কার কি সমস্যা আছে সেটা দেখতে। এক বাড়িতে বিধায়ক গেলে ওই বাড়ির বাসিন্দা জানায় তার ছেলে এবারে উচ্চমাধ্যমিক পাশ করেছে কলকাতায় পড়াশোনা করতে চায়, কিন্তুু তাদের সামর্থ নেই।কারন কলকাতায় থাকা এবং খাওয়া তার উপরে পড়া।বিধায়ক সব শুনে জানালেন তিনি দায়িত্ব নেবেন। আরেকজন বাইরে গানের পরিক্ষা দিতে চান তারও সামর্থ নেই বিধায়ক তারও দায়িত্ব নেবেন বলে জানান। বিধায়ক জানান দেখা যাক যারা আমাকে জিতিয়েছেন কি করতে পারি তাদের জন্য। যদি করতে পারি নিজেকে ধন্য মনে করব আমি।