রাজ্যপালকে গো ব্যাক জানিয়ে আজ বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ

নিজস্ব সংবাদদাতা :রাজ্যপালকে গো ব্যাক জানিয়ে আজ বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ জানালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং সমর্থকেরা। আজ ঠিক সকাল দশটার সময় রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকতেই গো ব্যাক জানিয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখান তারা। বিভিন্ন গাড়ি ঢুকে যাওয়ায় চারিদিকে বিসৃঙ্খলার সৃষ্টি হয়। কিছুক্ষনের জন্য বিক্ষোভের কারনে গাড়ির ভেতরেই বসে ছিলেন রাজ্যপাল। যদিও তার নিরাপত্তারক্ষীরা ওই বিসৃঙ্খলার মাঝেই রাজ্যপালকে ওই এলাকা থেকেই বের করে নিয়ে যাবার চেষ্টা করেন। অনেকক্ষন বসে থাকার পরে রাজ্যপাল বেরিয়ে যান। তৃণমূল ছাত্র যুব পরিষদের পক্ষ থেকে বলা হয় রাজ্যপালের পদ একেবারেই স্বাধীন কিন্তুু রাজ্যপাল বিজেপীর নির্দেশ মেনে চলতে চাইছেন। আমরা রাজ্যপালের পদকে সমর্থন করি কিন্তুু রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধীতা করি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে এই বিষয় নিয়ে সাংবাদিকেরা জিঞ্জাসা করলে তিনি কিছু বলতে চান নি। তবে রাজ্যপালের চোখেমুখ দেখে বোঝাই যাচ্ছিল তিনি একেবারেই এই ঘটনার জন্য তৈরী ছিলেন না। এদিকে বিজেপী রাজ্যপালকে কালো পতাকা দেখানোর তীব্র নিন্দা করেছে। বিজেপী বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন তৃণমূল বাংলাকে লজ্জায় ফেলে দিয়েছে। রাজ্যপালের মতন সন্মানিয় ব্যক্তিকে অবমাননা করে তৃণমূল কংগ্রেস নিজেকেই কলঙ্কিত করল। সিপিএম ও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তারা জানিয়েছে তৃণমূল নিজেদের গায়ের জোরে যা খুশী তাই করে চলেছে যা মানুষ মেনে নেবে না কোনভাবেই।