|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:রাজ্য সরকারের ডাকা সপ্তাহে দুদিনের পূর্ণ লকডাউনের প্রথম দিন বুধবার উত্তর দিনাজপুরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেনও বেলা বাড়তে রাস্তায় যারা বের হয় তাদের পুলিশ বাড়ি ফিরিয়ে দেয় রায়গঞ্জ,কালিয়াগঞ্জ থানার পুলিশ।জরুরি পরিষেবা ছাড়া খুলেনি কোন বাজার বা দোকানপাট।রাস্তায় দেখা যায়নি কোন সরকার ও বেসরকারি যানবাহন।
লকডাউন সফল করতে জেলা পুলিশ প্রশাসন ছিল তৎপর। শহরজুড়ে ছিল পুলিশের টহলদারি। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ,কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাট ছিল একেবারেই শুনশান থাকলেও কয়েকজন রাস্তায় বের হয়নি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া । চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া যেসব মানুষ মোটরবাইক নিয়ে বা পায়ে হেঁটেই শহরে বেড়িয়েছেন তাদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।
এমনকি যারা লকডাউন মানছে না তাদের কান ধরে উঠবস করায় পুলিশ।এবং বেশ কিছু জমায়েত হয় সেই সব জায়গায় হানা দেয় পুলিশ প্রশাসন।জেলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষ প্রশাসনের এই সাপ্তাহিক প্রথম দিনের লকডাউন চলছে জেলা জুড়ে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৫১ জন হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তার সংখ্যাটা ৬৫৫ জন।