২০০ জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ৪ নং ওয়ার্ড বামফ্রন্ট কমিটি

নতুন গতি নিউজ ডেস্ক : প্রায় ২০০ জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ৪ নং ওয়ার্ড বামফ্রন্ট কমিটি।লকডাউন পরিস্থিতিতে সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন।এই পরিস্থিতি কর্মহীন বহু মানুষ। তাদের পাশে দাঁড়াতেখাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় ইংরেজবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ড বামফ্রন্ট কমেটি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুই নম্বর গভমেন্ট কলোনি এলাকায় বাঘাযতীন ক্লাব প্রাঙ্গণে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, সরষে তেল সহ মোট সাত রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় দুস্থদের মধ্যে।উপস্থিত ছিলেন, বামফ্রন্ট নেতাশ্রীমন্ত মিত্র, কৌশিক মিশ্র, প্রকাশ দাসসহ অন্যান্যরা।