|
---|
নতুন গতি নিউজডেস্ক : মালদা-ইচ্ছা শক্তি সঙ্গে থাকলে কোনও কাজই যে বাধার কারণ হতে পারে না, তা দেখিয়ে দিল “দি এশিয়ান গ্রুপ”। শহরের ঐতিহ্যবাহী অক্রুরমনি করোনেশন ইনস্টিটিউশন-এর প্রাক্তনীদের নিয়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন সদস্যরা সকলে মিলে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন। বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক নাজিমুল ইসলামের বিদায় সম্বর্ধনা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন সদস্যরা। স্কুল প্রাঙ্গণেই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও বিদ্যালয়ের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে শিবিরের শুভ সূচনা করেন বিদায়ী শিক্ষক নাজিমুল ইসলাম। শিবিরে ২২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। হাজির ছিলেন দি এশিয়ান গ্রুপের সম্পাদক তমাল কৃষ্ণ বণিক, অক্রুরমনি করোনেশন ইনস্টিটিউশনের শিক্ষক ড: আশীষ কুমার বসাক, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, ট্রাফিক ওসি তরুণ সাহা, মালদা মিডিয়াম ক্লাবের রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী আশীষ বাগ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক গৌতম দাস প্রমূখ।