মামূন ন্যাশনাল স্কুলের বিভিন্ন শাখায় অভিভাবক সভা

নিজস্ব সংবাদদাতা : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে বার্ষিক অভিভাবক সভা অনুষ্ঠিত হলো মামূন ন্যাশনাল স্কুলের বালক ও বালিকাদের বিভিন্ন শাখায়। এই বিদ্যালয়ের ইংলিশ মিডিয়াম(CBSE) শাখাতেও হল অভিভাবক-শিক্ষক সভা। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা, স্বাস্থ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে নানা ধরনের প্রতিযোগিতা বিষয়ক এবং হস্টেলের সুযোগ-সুবিধা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সব শাখাতেই প্রচুর সংখ্যক অভিভাবক ও অভিভাবিকা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক এবং বোর্ড অফ ট্রাস্টীজ-এর সদস্য জনাব সিরাজুল ইসলাম সাহেব। সভার শুরুতে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ মন্ডল সাহেব। অন্যান্য শাখায় শাখা-প্রধান, ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং হস্টেল অধীক্ষকগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাঁরা তাদের আলোচনায় 2022 সালের বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের একটি নিটোল চিত্র তুলে ধরেন। সভার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালন সমিতির প্রবীণ সদস্য ও সমাজসেবী জনাব সেখ আব্দুল আজিজ সাহেব, জনাব কাজী মহম্মদ ত্বসিন সাহেব ও জনাব সেখ আজিজুল ইসলাম সাহেব প্রমুখ। সভায় উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক-অভিভাবিকা পরামর্শমূলক বক্তব্য রাখেন।উল্লেখ করা দরকার যে, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ ছিলেন বিশিষ্ট বাগ্মী ইতিহাসবিদ্ ইসলামি চিন্তাবিদ মরহুম গোলাম আহমাদ মোর্তজা সাহেব। বোর্ড অফ ট্রাস্টীজ-এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি মাননীয় মোস্তাক হোসেন সাহেব। জি.ডি. মনিটরিং কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আই.এ.এস. অফিসার মাননীয় সেখ নুরুল হক সাহেব বিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের প্রধান শুধু নন্, তিনি পথপ্রদর্শনের দিশা ও ছাত্র-ছাত্রীদের মনন ও বিকাশে বারেবারে মামূন ন্যাশনাল স্কুলের বিভিন্ন শাখা পরিদর্শন করে থাকেন। তাঁর কাউন্সিলিং-এ ছাত্র, শিক্ষক, কর্তৃপক্ষের সকলেই প্রভূত উপকৃত হন। কোভিড পরিস্থিতির পরে কিশোর-কিশোরীদের মানসিক অস্থিরতা, পড়ায় মন বসাতে না পারা এই সমস্ত বিষয়ে তাঁর পরামর্শ ও দিগনির্দেশনা বিশেষভাবে উল্লেখ্য।বিদ্যালয়ের সম্পাদক কাজী মুহাম্মাদ ইয়াসীন সাহেব তাঁর ভাষণে বিদ্যালয়ের সার্বিক সাফল্যসহ নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে গজল, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি গেয়ে এবং আবৃত্তি করে শোনায় বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা। প্রত্যেকটি সভায় সভাপতি মহাশয় তাঁর ভাষণে ছাত্র ও ছাত্রীদের নৈতিক ও আদর্শিক বিকাশের উপর বিশেষ জোর দেন।