শ্রমিক মজুর দের ন্যূনতম সুরক্ষার দাবিতে ২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী বন্ধের ডাক দিয়েছিল বাম ট্রেড ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক:- কোন্নগর: পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানো ও শ্রমিক মজুর দের ন্যূনতম সুরক্ষার দাবিতে ২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী বন্ধের ডাক দিয়েছিল বাম ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি। সেই বন্ধের ডাকে সাড়া দিয়ে হুগলির কোন্নগরে সিপিআইএম এর কর্মী সমর্থকরা সোমবার সকালে কোন্নগর স্টেশন ট্রেন অবরোধের শামিল হয়। সকাল ৮ টা নাগাদ কোন্নগর ক্রইফার রোডের পার্টি অফিস থেকে একটি পদযাত্রা বের হয়। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে এই পদযাত্রা গোটা কোন্নগর ঘুরে অবশেষে কোন্নগর স্টেশন এ ট্রেন অবরোধ করে। সকাল ৮ বেজে ৩০ মিনিট নাগাদ বাম কর্মী সমর্থকরা ট্রেন লাইন এর উপর দলীয় পতাকা গেড়ে ট্রেন অবরোধ করতে শুরু করে। অবরোধের জেরে ৩০ মিনিট হাওড়া মেন লাইনের আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকে। ৩০ মিনিট ধরে অবরোধ চলার পর অবশেষে রেল পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের ট্রেন লাইন থেকে সরানো হয়। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার জন্য সাধারণ নিত্যযাত্রীদের যানজটের সম্মুখীন হতে হয়। আপ এবং ডাউন লাইনে তিনটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে থাকে এবং বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে আসলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। অবশেষে রেল পুলিশের তৎপরতায় আধ ঘণ্টার মধ্যেই ট্রেন লাইন ফাঁকা হয়ে যায়। এবং আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুই দিনব্যাপী এই বন্ধের রেশ হুগলির বিভিন্ন প্রান্তে দৃশ্যমান। বাম কর্মী সমর্থকদের দাবি আগামী দিনে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে নচেৎ গোটা দেশ তীব্র সংকটের সম্মুখীন হবে।