|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ধীরে ধীরে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছিল তাইওয়ানে। কিন্তু বর্তমানে সেই চিত্র বদলে গিয়েছে, আবার লাগামছাড়া সংক্রমণ শুরু হয়েছে সেখানে। চলতি বছরের মার্চ মাস থেকে তাইওয়ানে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ছিল। এপ্রিল মাসে তারা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। তাইওয়ান সূত্রে জানানো হয়েছে গত বৃহস্পতিবার একদিনে তাইওয়ানে করোনা সংক্রমিত হয়েছে 11000 এর উপরে মানুষ।
করোনা রিপোর্ট পজিটিভ এলে বাড়িতে পাশে থাকার পরামর্শ দিচ্ছে তাইওয়ান স্বাস্থ্য দপ্তর। নতুন করে যারা সংক্রমিত হচ্ছেন অধিকাংশ ক্ষেত্রেই মৃদু উপসর্গ অথবা উপসর্গহীন অবস্থায় রয়েছেন আক্রান্তরা। এবার করোনার নতুন তরঙ্গে সবথেকে বেশি সংক্রমিত হচ্ছেন শিশু এবং বয়স্করা।