খয়রাসোল ব্যাবসায়ী কল্যাণ সমিতির হাতে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার তুলে দিলেন স্থানীয় বিধায়ক

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:- বীরভূমের খয়রাশোল ব্যবসায়ী কল্যাণ সমিতি করোনা মহামারীতে বিভিন্ন সময়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার চেষ্টা করেছে ।সম্প্রতি করোনা আক্রান্ত ব্যক্তিদের অক্সিজেন সিলিন্ডার পাওয়া খুব দুস্কর হয়ে উঠেছিল এলাকায়।খয়রাশোলে ব্লক জুড়ে কোথাও অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই না থাকায় প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে গিয়ে এমনকি চড়া দামে ও আনতে বাধ্য হয়েছে এলাকাবাসীরা।সেই অভাব দূর করতে সম্প্রতি কয়েকদিন আগে খয়রাসোল ব্লক এলাকার জনস্বার্থে খয়রাসোল ব্যাবসায়ী কল্যাণ সমিতি নিজেদের উদ্যোগে পাচখানা অক্সিজেন সিলিন্ডার, নিমুলাইজার সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে। অক্সিজেন এর অভাবে এলাকার মানুষ যাতে মারা না যাই সে কথা মাথায় রেখে সমিতির সদস্যরা রোগীদের অক্সিজেন সিলিন্ডার সাহায্যের জন্য পরিষেবা দিতে ঝাপিয়ে পড়ে । সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আজ দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা খয়রাশোল ব্যবসায়ী কল্যাণ সমিতির হাতে একটি অক্সিজেন সিলিন্ডার, এক হাজার মাস্ক ও কিছু সেনিটাইজার তুলে দিলেন স্থানীয় খয়রাসোল বাসস্ট্যান্ড চত্বরে করোনা বিধি সতর্কতা অবলম্বন করে এক অনুষ্ঠানে। এদিন উপস্থিত ছিলেন খয়রাসোল ব্যাবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীনবন্ধু ঘোষ, সুজয় ঘোষ, সমীরণ মন্ডল প্রমুখ সদস্য বৃন্দ।করোনা অতিমারি প্রাক্কালে বিধায়কের কাছে সহযোগিতা পাওয়ার ফলে সমিতির সদস্যরা জানান কাজে উৎসাহ বাড়বে, এলাকায় আরো বহু মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।