এম এ মানবী বিদ্যা বিভাগে বিশ্ববিদ্যালয়ের টপার রাজনগরের গোলাপশা : গর্বিত এলাকাবাসী

মহঃ সফিউল আলম; বীরভূম: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মানবী বিদ্যা বিভাগে এম এ তে টপার হয়েছেন বীরভূম জেলার রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চলের রানীগ্রামের গোলাপশা খাতুন৷ সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে শংসাপত্র ও স্বর্ণপদক তুলে দেন উপাচার্য প্রফেসর নিমাইচন্দ্র সাহা৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ সেখ নজরুলের কন্যা গোলাপশা এর এই রুপ সাফল্যে আনন্দিত ও গর্বিত এলাকাবাসী৷ তাঁরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷

    কয়েকটি প্রশ্নের উত্তরে গোলাপশা জানান, এর আগে তিনি দর্শনে এম এ করেছেন৷ এবার এম এ মানবী বিদ্যা বিভাগে তাঁর এই সাফল্য৷ বর্তমানে তিনি একটি কলেজের অধ্যাপিকা পদে রয়েছেন৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমফিল রিসার্চও করছেন তিনি৷ থাকেন কলকাতায়৷ অতীতে তিনি রাজনগর হাইস্কুল, বিদ্যাসাগর কলেজে পড়াশুনা করেছেন৷ ইতিমধ্যে রেলবিভাগে তিনি চাকরি পেলেও তাতে যাননি৷ ক্রমশ উচ্চ শিক্ষার জন্য তিনি এভাবেই একাধিক ধাপ অতিক্রম করে এগিয়ে চলেছেন সামনের দিকে৷ তাঁর ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক এমনটাই কামনা করেছেন অনেকেই৷