দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকেই পড়লো বর্ষা

 

    নতুন গতি নিউজ ডেস্ক ঃ বর্ষা কাল শুরু হলেও দক্ষিণবঙ্গে আসছিল না বর্ষা! বিগত প্রায় এক মাস ধরে গরমে নাজেহাল মানুষের একটাই প্রশ্ন ছিল, কবে আসছে বর্ষা ? অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। আজ শুক্রবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি! আগামিকাল, শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

    গতকালই পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ সেই পূর্বাভাস মতোই শুক্রবার অবশেষে বর্ষার আগমন ঘটল দক্ষিণের জেলাগুলোতে ৷ আলিপুর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বাংলার উপকূলের দোরগোড়ায় রয়েছে মৌসুমিবায়ু। তবে মৌসুমী বায়ু এলেও ততটা শক্তিশালী হবে না। তাই খুব বেশী বৃষ্টি হবে না প্রথম দফায়।