|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব’, করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক হবে তা পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পর্ষদ। নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুধু জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। তারপর যত দ্রুত সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। ১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। এমন আবহে আদৌও কি সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা হবে? তা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা।
এদিকে রাজ্যের করোনা সংক্রমনের হার দ্রুত বাড়ছে। বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সরকারি আধিকারিকও কী করে পাওয়া যাবে তা নিয়ে চিন্তিত পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক থাকেন পরীক্ষা পরিচালনার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা পাওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে পর্ষদ। সেই সঙ্গে অনেক আধিকারিক ,শিক্ষক মহাশয় প্রধান শিক্ষক মহাশয়রাও করোনা আক্রান্ত হয়ে হোম আইসলনে আছেন।