|
---|
খান আরশাদ, বীরভূম:এবারের মাধ্যমিকে রাজ্যের প্রথম দশের মধ্যে বীরভূমের তিনজন পরীক্ষার্থী স্থান পেল। এবারে রাজ্যের ষষ্ঠ তথা বীরভূমের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র শ্রাবর্ণ চট্টোপাধ্যায়। তার প্রাপ্ত নাম্বার ৬৮৫। শ্রাবর্ণেরর বাড়ি রামপুরহাটের নিশ্চিন্তপুরেরর দিঘিপাড়ায়। তার মা শ্রাবণী চট্টোপাধ্যায় রামপুরহাট উচ্চ বিদ্যালয়েরই শিক্ষিকা। রাজ্যের নবম তথা জেলায় দ্বিতীয় স্থান পেয়েছে শৌকার্য বিশ্বাস। তার প্রাপ্ত নাম্বার ৬৮২ । সে বি.কে.টি.পির প্রবীর সেনগুপ্ত হাই স্কুলের ছাত্র। রাজ্যের দশম তথা জেলায় তৃতীয় স্থান দখল করেছে নেতাজি বিদ্যাভবন এর ছাত্র অরিত্র মাহারা।তার প্রাপ্ত নাম্বার ৬৮১। অরিত্র সিউড়ির শুঁড়িপুকুরপাড়ার বাসিন্দা।