মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল, মাক্স, কলম বিতরণ তরঙ্গ ট্রাস্টের

রহমতুল্লাহ, সাগরদিঘী: করোনার আবহ কাটিয়ে গত ৭ই মার্চ সোমবার শুরু হয় এবছরের মাধ্যমিক পরীক্ষা। আজ তার দ্বিতীয় দিন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে প্রথম মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টার হয়েছে। অত্র ব্লকের গৌরীপুর হেমজুদ্দিন হাই স্কুলের ১১৭জন ছাত্র কাবিলপুর উচ্চবিদ্যালয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষা দিতে আসেন। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ, শুভেচ্ছা জানাতে কাবিলপুর তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট নামক সংগঠনের সদস্যরা ছাত্রদের হাতে কলম, মাস্ক ও জলের বোতল তুলে দেন। কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে এই প্রথম বার সেন্টার সুতরাং যথাযথ দায়িত্ব পালন করতে পেরে খুব ভালো লাগছে। একটু চাপের মধ্যে থাকলেও ছাত্ররা শান্ত পরিবেশেই পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে, তিনি আরও জানান গতকাল অর্থাৎ প্রথম দিন ৬ই জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, আজকে দ্বিতীয় দিন পরীক্ষার বিষয় ইংরেজি, এদিন কাবিলপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম সহ তার সদস্যরা মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, মাক্স এবং কলম তুলেদিতে দেখলাম। প্রথম দিনেও দেখেছিলাম একটি ছাত্র সংগঠন উপস্থিত ছিল।