|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : এলাকায় ক্রমে বেড়েই চলেছে বেআইনি মাদক দ্রব্য । এই বেআইনি মাদকের বিরুদ্ধে এবং মাদকের নেশা থেকে এলাকার মানুষদের সচেতন করতে সোমবার উত্তর ২৪ পরগণার অন্তর্গত বাগদার সিন্দ্রানিতে আয়োজিত হল মাদকবিরোধী কর্মসূচি ।
মাদক কিভাবে মানুষদের অকাল মৃত্যুর পথে নিয়ে যায় এবং মাদক নেশাগ্রস্তরা কিভাবে বিভিন্ন অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ে তা এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার মাদকবিরোধী সমাজকর্মী শঙ্কর সেন আচার্য্য , স্থানীয় সমাজকর্মী সুকান্ত বিশ্বাস , সুজিত বিশ্বাস প্রমুখ।