|
---|
মালদা- কালিয়াচকে বাবা-মা-বোন-ঠাকুমা খুন কান্ডে মূল অভিযুক্ত আসিফকে বৃহস্পতিবার জেলা আদালতে তোলা হয়। আবার ৩ জুলাই আদালতে তোলা হবে বলে জানা গেছে। খুন কান্ডে দাদা আরিফ শেখের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভাই আসিফ শেখকে গ্রেপ্তার করে। পরে ২ বন্ধু ও দাদাকেও গ্রেপ্তার করা হয়। গত ২০ জুন দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ জেলা আদালতে মামলা দায়ের করে। ১২ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয় অভিযুক্তকে। এদিন অভিযুক্তকে আদালতে তোলা হয়। সরকারি উকিল মহম্মদ সন্টু মিঞা বলেন, ‘দাদার অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত ভাই আসিফকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন তাকে আদালতে তোলা হয়। বেলের আবেদন খারিজ হয়। আবার ৩ তারিখ কোর্টে আনা হবে।’