|
---|
এম মল্লিক : হুগলির খানাকুলের মাইনান ইউথ ক্লাব এর উদ্যোগে মাইনান প্রাথমিক বিদ্যালয়ের সামাজিক দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা সাংসদ অপরূপা পোদ্দার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, শিক্ষা কর্মাধ্যক্ষ ডঃ গোপাল রায়, খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা, জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানা, স্থানীয় প্রধান ও উপপ্রধান সহ তৃনমুল নেতৃত্ব কর্মীবৃন্দ।
উপস্থিত অতিথিরা করোনা আবহের মধ্যে হসপিটালতে রোগীর জন্য রক্ত দান করছে ক্লাব এর সদস্যরা। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবির করছে, পিছিয়ে নেই মাইনান ইউথ ক্লাব ও তাদের এই উদ্যোগকে জেলা নেতৃত্বরা এই কঠিন সময়ে সকলের পাশে থেকে রক্তদান শিবির করার জন্য সকলেই সাধুবাদ জানান।