|
---|
হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকা জেলা পরিষদ সদস্যের উদ্যোগে স্যানিটাইজ করা হল
নতুন গতি,মালদা, জেলা পরিষদ ৫ কেন্দ্রের সদস্যা যুথিকা মণ্ডল সরকারের উদ্যোগে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশন করা হয়। করোনা সংক্রমণ যে ভাবে ছরিয়ে চলেছে সেই পরিস্থিতিতে এদিন মালদা জেলা পরিষদের ৫ নং কেন্দ্রের সদস্যা যুথিকা মন্ডল সরকারের উদ্যোগে হবিবপুরে বুলবুলচন্ডী, আইহো, শ্রীরামপুর, ঋষিপুর এলাকায় স্যানিটাইজেশনের করা হয়। যাতে করে ভাইরাসের সংক্রম না ছড়াই সেই দিকে নজর রেখে এদিন হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় স্যানিটািজেশন করা হয়। জেলা পরিষদের সদস্য যুথিকা মন্ডল সরকার বলেন যে ভাবে ছরিয়ে চলেছে ভাইরাস সংক্রমণের তাই আমারা এই উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছি।