লকডাউনে কাজ হারিয়েছেন অনেকেই, তাই লিচুর বিক্রির কাজে এগিয়ে এসেছেন কালিয়াচকের যুবকেরা

নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: এবার কালিয়াচকে জাতীয় সড়কে লিচু বিক্রির হিড়িক লক্ষ্য করা গেছে। লকডাউনে কাজ হারিয়েছেন অনেকেই। এদিকে কিছু না করলেও নয়। তাই লিচুর বিক্রির কাজে এগিয়ে এসেছেন কালিয়াচকের যুবকেরা। ৩৪ নম্বর জাতীয় সড়কের দু’‌ধারে লিচু বিক্রির উৎসাহ দেখা গেছে এবছর। কালিয়াচক-৩ এর ১৮ মাইল থেকে সুজাপুর পর্যন্ত রাস্তা জুড়ে বহু স্থানে এই চিত্র। দূর পাল্লার লরি, বাসের যাত্রী থেকে চালকেরা কিনে থাকেন লিচু। এর ফলে কালিয়াচকের লিচু ভিন জেলা, রাজ্যে পৌঁছে যাচ্ছে বিনা প্রচারে।


    কালিয়াচক-‌১, ২ ও ৩ নম্বর ব্লক জুড়ে লিচুর চাষ হয়ে থাকে। স্থানীয়দের অনেকের লিচুর ওপরে দাঁড়িয়ে সংসার। এবার লিচুর বিক্রির ক্ষেত্রে আলাদা চিত্র গোটা কালিয়াচক জুড়ে। সংশ্লিষ্ট ১ ব্লকের যদুপুর, জালালপুর, কলেজ মোড়, বাথান-‌সহ বালিয়াডাঙা এলাকাজুড়ে এখন ৩৪ নম্বর জাতীয় সড়রের দু’‌ধারে লিচুর বিক্রি লক্ষনীয়। শতাধিক যুবক লিচুর বিক্রির কাজে নেমেছেন। বেশিরভাগই এ কাজে নতুন। লকডাউনে অনেকেই কাজ খুঁইয়েছেন। অনেকে ভিন রাজ্য থেকে ফিরেছেন। হাতে কোনও কাজ নেই। নেমে পড়েছেন লিচুর বিক্রির কাজে। বাস, লরির চালকেরা গাড়ি দাঁড় করিয়ে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। বাসের যাত্রীরাও লাকিয়াচকের লিচুর স্বাদ গ্রহণ করছেন। কালিয়াচক-‌১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান বলেন, ‘‌এবার লকডাউনে অনেকেই কাজ হারিয়ে লিচু বিক্রির কাজে নেমে পড়েছেন। নির্দিষ্ট কিছু মোড়ে রাস্তার ধারে সাধারণত লিচু বিক্রি হয়ে থাকে।


    এবার কালিয়াচকের গোটা এলকা জুড়ে লিচু বিক্রি হচ্ছে। প্রায় ৪০০ যুবক লিচুর কাজে নেমেছেন। আমাদের এখানকার লিচু বাইরে ছড়িয়ে পড়ছে।’‌ একজন লিচু বিক্রেতা বলেন, গত চার দিন ধরে ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রচুর জ্যাম থাকছে। যানজটের ফলে অনেক সময় যানবাহন মোথাবাড়ি হয়ে ঘুরপথে ফারাক্কা-কালিয়াচক-‌মালদা চলাচল করছে। যার কারণে বিক্রি ও কম হচ্ছে।