সদস্য সুমিত পাত্রের জন্মদিনে….রান্না করা খাবার নিয়ে মানুষের পাশে মাণিকলাল ফাউন্ডেশন

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-

    করোনা আবহে কারণে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মাণিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন।

    মঙ্গলবার দুপুরে সংগঠনের সদস্য *সুমিত পাত্রের জন্মদিন* উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে,সুমিত বাবুর সহযোগিতায় এবং “প্রয়াস” সংস্থার ব্যবস্থাপনায় মেদিনীপুর টাউন বয়েজ স্কুলের খেলার মাঠের কাছে শতাধিক মানুষের হাতে প্যাকেটের মাধ্যমে রান্না করা খাবার তুলে দেওয়া হলো। ভাতের সঙ্গে এদিন মেনুতে ছিল চিকেন কষা। পাশাপাশি সকলকে একটি করে মাস্ক দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ড.নকুল মন্ডল, সহ-সম্পাদক সুদীপ কুমার খাঁড়া, স্বাত্তিক শাসমল,অর্ণিবাণ সাঁতরা,দেবালয় নন্দী সহ অন্যান্যরা, ছিলেন “প্রয়াস” এর সদস্যগন। যাঁর জন্মদিন সেই বল্লভপুরের বাসিন্দা সুমিত পাত্রও দাঁড়িয়ে থেকে গোটা কর্মসূচি তত্ত্বাবধান করেন। উল্লেখ্য এই লকডাউনের সময় ইতিমধ্যেই ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর শহর ও শহরের আশেপাশের এলাকার ২০০০ এর বেশি মানুষকে রান্না করা খাবার এবং ১০০০ হাজারের বেশি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।