|
---|
মালদা, ৩ নভেম্বর: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো মালদা সংগঠনের সদস্যরা। বুধবার সকালে মালদা শহরের রাজমহল রোড এলাকায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিওয়াইএফআই-এর প্রতিষ্ঠা দিবস পালন করা হয় । এছাড়াও জেলার বিভিন্ন ব্লকের একইসাথে সিপিএমের এই যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করে সংগঠনের সদস্যরা।
ডিওয়াইএফআই মালদা জেলার সম্পাদক অরূপ পোদ্দার বলেন, আজকের এই প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সহ বিভিন্ন ধরনের সামাজিক গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমনের মধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে সচেতনতামূলক ও সামাজিক কাজ করছেন সদস্যরা।