লোকসভা ভোটের রেজাল্টের পরে ইস্তফা মালদায় তৃণমূলের যুবসভাপতি

 

    নতুন গতি, মালদা:মালদা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ সভাপতি ছারা সকল প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন অম্লান ভাদুড়ী জেলায় দুটি আসনে হেরে যায় তৃণমূল। তার দায় কাঁধে নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সরকারি প্রশাসনিক পদগুলি থেকে ইস্তফা দিলেন। লোকসভা ভোটের দিন থেকেই তাঁর গলায় ছিল আক্ষেপের সুর। যদিও ফলপ্রকাশের পরের দিন যোগ্য সেনাপতির ন্যায় দলীয় প্রার্থী মৌসম নুরের পাশে থেকেছেন। সাংবাদিককে অম্লান ভাদুড়ী বলেন, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ সভাপতি হিসেবে থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করেছি, কিন্তু মানুষ আমাদের পাশে থাকলোনা , তবে এই সব পদে থেকে কী লাভ! আমি আজ সমস্ত সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে নিয়েছি। এরপর থেকে আমি দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার জন্য আমার পুরো সময়টাই দেব। প্রতিবারই এই জেলায় লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূল পিছিয়ে পড়ছে। সেদিকে নজর রেখে আরো সর্তক হয়ে দলের জন্য আরো উদ্যোগী হয়ে এগবো।
    ভোটের আগে নির্বাচনী প্রচারের জন্য চাঁচল মহকুমা আদালতে পাবলিক প্রসিকিউটর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সহ সভাপতি থেকে ইস্তফা দিলেন।