মামার বাড়ি পাতিল পাড়ায় কবি যতীন্দ্রনাথের জন্মদিন পালন

রোদ্দুর ইসলাম: মেমারি : ২৬ জুন : পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নং ব্লকের পাতিলপাড়ায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর ১৩৬ তম জন্মদিন পালন করা হয় ২৬ জুন কবির স্মৃতিতে গড়ে ওঠা গবেষণাগারে। কবির মামার বাড়ি পাতিল পাড়ায় কবির স্মৃতিরক্ষা কমিটির সভাপতি প্রণব রায়ের সভাপতিত্বে একটি সাহিত্য সভা অনুষ্ঠিত হয় এদিন। কবি মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে দুই বর্ধমান, হুগলি, বীরভূম, কলকাতা প্রভৃতি জেলা থেকে কচি কাচা সহ প্রায় পঞ্চাশ জন কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্য,বক্তব্য ও আলোচনায় অংশগ্রহণ করেন। মঞ্চাসীন গুণীজন হলেন বর্ষীয়ান আবু মনিরুদ্দিন চৌধুরী, অরবিন্দ সরকার, মুরারি মোহন চক্রবর্তী, মাজাহারুল হামিদ এবং স্মৃতিরক্ষা কমিটির সভাপতি প্রণব রায়। কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে আয়না পত্রিকা ও কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর প্রতিকৃতি সম্বলিত স্মারক প্রদান করা হয়। উপরিউক্ত গুনীজন সহ রমলা মুখার্জী,শ্যামা প্রসাদ চৌধুরী, শিবশঙ্কর বক্সী, সুফি রফিক উল ইসলাম, সামসুজ জামান,সন্ধ্যা রং, কবিতা তা, সুজাতা বক্সী,শিখা চৌধুরী, সামসামা জামান,সন্ধ্যা সাহা, মৌসুমী চক্রবর্তী, চম্পা মন্ডল, চিন্ময় বিশ্বাস, দীপঙ্কর চক্রবর্তী, বাসুদেব দাস, স্বপন দাস, উদয় সাহা, বনমালী ঘোষ,সেখ জামাল, দুলাল চন্দ্র চ্যাটার্জী, বনমালী ঘোষ, অনিন্দ চ্যাটার্জী, মেঘনা,অন্বেষা, সমৃদ্ধি, রেহান, রনজিৎ দাস, মৃন্ময় সিদ্ধান্ত প্রমুখ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।