দীনিয়াত মুয়াল্লিমা কলেজে কুরআন বিতরণ কর্মসূচী

সংবাদদাতা : দীনিয়াত মুয়াল্লিমা কলেজের কর্নধার সেখ হায়দার আলী সাহেব এর আহ্বানে অনুষ্ঠিত হলো ছাত্রীদের মাঝে কুরআন বিতরণ কর্মসূচী।ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা সিলেবাসের সাথে জেনারেল শিক্ষা তথা কলেজ সিলেবাসের সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হলো দীনিয়াত মুয়াল্লিমা কলেজে যেখানে কুরআন ,হাদীস ফেকাহ এর সাথে বিজ্ঞান ,কম্পিউটার,নিউট্রিশন সহ প্রায় দশটি বিষয় উন্নত পদ্ধতিতে পাঠদান করা হয় যা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম।পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকে ছাত্রীরা এখানে পড়াশোনা করেন।

    আজ আল কুরআন এর সূরা রহমান তেলাওয়াত ও তার বঙ্গানুবাদ পাঠের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় ।প্রোগ্রামে বক্তব্য রাখেন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কোরআনের সাতটি ভাষায় অনুবাদ পৌঁছে দেওয়ার কান্ডারী,আল কুরআন একাডেমী লন্ডন এবং দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনর মাওলানা মহ: রাকিব হক সাহেব উনার বক্তব্যে ছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন কুরআন এসেছে নিজের জীবন গঠন করার জন্য তাই কুরআন না বুঝলে কিভাবে কুরআন দিয়ে জীবন গঠন করবে ,কুরআন এর সাথে যে জুড়বে সে পৃথিবীর শ্রেষ্ট হয়ে যাবে ঠিক নবী সাহাবাদের মতো।প্রত্যেকটা কিতাবের লেখক তার কিতাবে ভুল থাকতে পারে বলে জানিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামীন কুরআনের প্রথমেই ঘোষনা করেছেন যে এই কিতাবে কোনো সন্দেহ নেই।পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যেটা মানুষ পুরোটা মুখস্থ করে একমাত্র কুরআন শরীফ যেটা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে রেখেছেন।
    মানুষকে কুরআন গিফট করতে হবে,এটা সদকা জারিয়া হিসাবে গণ্য হবে।এইভাবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি হিন্দু ও মুসলমান মানুষের কাছে কুরআনের অনুবাদ পৌঁছে যায়।আর এ দায়িত্ত্ব আমাদের সকলকে নিতে হবে, আমাদের সকলকে কুরআনের কর্মী হতে হবে ।কুরআনের আলো প্রত্যেকটি হৃদয়ে জ্বালো,ব্যক্তি ,পরিবার,সমাজ ও রাষ্ট্রে কুরআনের আলো জ্বালানোর আহ্বান জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে কুরআনের জন্য কবুল করুন এই দোয়া করে উনি বক্তব্য শেষ করেন।

    আমানত ফাউন্ডেশন এর সেক্রেটারি জালালউদ্দিন সাহেব বলেন কুরআন জেনে মেনে চলা সবার জন্য সহজ নয় একমাত্র যারা মনে করে যে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে একমাত্র তারাই কুরআন মেনে চলতে পারেন।এমন কিছু বিষয় নেই যেটা কুরআনে নেই।ওহী নাযিল এর ফলে নবী কাঁপতে শুরু করেছিলেন তাকে কম্বল দিয়ে ঢাকা হয়েছিল। আল্লাহ নবী কে ডেকে বলেছিলেন যে হে কম্বল আবৃত্ত ব্যক্তি উঠো এবং জাগো। সেরকম আমাদের ও জেগে উঠতে হবে মানুষ কে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হবে।আল্লাহ মুসা (আ:) ,মারিয়াম (আ:) সহ অনেককে বিপদ থেকে বাঁচিয়েছেন সেরকম আল্লাহ কুরআন প্রেমীদেরও সব রকম বিপদ থেকে বাঁচবেন। আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ তাকে বিপথগামী করবেন না।আল্লাহ যাকে রক্ষা করবেন কেউ তাকে বিপদে ফেলতে পারবেন না।উনি বক্তব্যে বলেন নিজের সাড়ে তিন হাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারলে জমিনে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না।সকলকে কুরআন প্রচার এই কর্মসূচি তে অংশ নেওয়ার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন। দীনিয়াত মুয়াল্লিমা কলেজের ডাইরেক্টর সিদ্দিকা তাবাসসুম বলেন এই কুরআন মানব জাতির জন্য আলোকবর্তিকা তাই আজকে যারা কুরআন বিতরণ এর মত এই মহান উদ্দেশ্য নিয়ে আমাদের কলেজে এসেছেন তাদের সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন এবং সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম শেষ করেন।