|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ নাজিবুল্লাহ সেখকে মুরারইয়ের পাইকর থানার কাশিম নগরের বাড়ি থেকে জঙ্গি সন্দেহে ধরে নিয়ে যায় এস টি এফ।
জানা গেছে, হিয়াত নগর মোড়ে তুবা কম্পিউটার প্রেস নামে একটি ছোট্ট দোকান আছে তার। পাশেই তার ভাইয়ের চায়ের দোকান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। পাড়া প্রতিবেশীরা তাকে একজন ভালো মানুষ হিসেবেই জানেন। এলাকার প্রধান আব্দুল গণি বলেন, যতদূর জানি, উনি খুব ভদ্র মানুষ। কোথাও ভুল হচ্ছে। জঙ্গিদের সাথে উনার যোগ থাকতে পারে না। ধৃতের প্রতিবেশীরা বলেন, প্রেসের কাজ নিয়ে থাকতেন। অভাবের সংসার। ছোট ছোট বাচ্চা আছে। আজ খেলে, কাল খেতে পাবে না। কোথাও ভুল হচ্ছে। নাজিবুল্লাহ সাহেব ভালো মানুষ। নাজিবুল্লাহ সেখের মোট সাতটি সন্তান। তিন মেয়ে ও চার ছেলে।
ধৃতের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ৩৫- ৪০ জন সাদা পোশাকের পুলিশ আসে। তাদের মধ্যে একজন ডেকে দরজা খোলায়। বাকিরা বাড়ি ঘিরে ফেলে। তারপর নাম জিজ্ঞেস করে। কি করে জিজ্ঞেস করে। বাড়ির মোবাইল কিছু কাগজ পত্র নেয়, বই নেয়। এছাড়াও প্রেসের কম্পিউটার, ল্যাপটপ, সিপিউ নিয়ে যায়।