নাগরাকাটায় বাঘ ও মানুষের লড়াই , জয়ী মানুষ

নাগরাকাটা: একেবারে বাঘে মানুষে লড়াই, কোন সিনেমার দৃশ্য নয় বাস্তব ঘটনার সাক্ষী থাকলো নাগরাকাটার জয়ন্ত পল্লীর খাসপ্রজেক্ট চা বাগান। ওই চা বাগানে তদারকির কাজ করেন সুব্রত সরকার, বয়স 48 বছর। এদিন সকালে ওই চা বাগানে একটি চিতাবাঘকে দেখতে পায় শ্রমিকরা। এরপর দ্রুত বনদপ্তর কে খবর দেওয়া হয়। দুপুরবেলা সুব্রত বাবু যখন চা বাগানের শ্রমিকদের সাথে একটি নালার পাশে কাজ করছিলেন। সেই সময় পিছন দিক থেকে অতর্কিতভাবে সুব্রতাবাবুর উপর হামলা করে চিতাবাঘ। হঠাৎ এই ঘটনা কিছু কিছুটা হতবাক হয়ে যান তিনি,মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর চিতাবাঘ তার উপর ঝাপিয়ে পড়ে। তিনিও পাল্টা প্রত্যাঘাত করেন। নিজের মনের জোর ও অসীম সাহস কে অবলম্বন করে চিতা বাঘের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হন। লড়াই কিছুক্ষণ চলার পর চিতাবাঘ রণেভঙ্গ দেয়, ঘটনাস্থল থেকে সে চলে যায়।

    এরপর ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় সুব্রত বাবু কে উদ্ধার করে চা শ্রমিকরা স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে মোট 72 টি সেলাই পড়েছে। সুব্রত সরকার এখন সংবাদের শিরোনামে তার অদম্য মনের জোর ও সাহসিকতার জন্য।